মডিউল ৪ - খ্রীষ্টতত্ব (Module 4 - Christology)

খ্রীষ্টের ঐশ্বরিকতা:

মডিউল ৪ - খ্রীষ্টতত্ব (Module 4 - Christology)

মথি রচিত সুসমাচারে (মথি ১৬ অধ্যায়), যীশু তাঁর শিষ্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা তখন কৈসরিয়ার ফিলিপী নামক এক শহরে ছিলেন, যা ইস্রায়েলের বাইরের একটি এলাকা। সেখানেই যীশু মথি ১৬:১৩-তে একটি সাধারণ প্রশ্ন করেন: “লোকেরা কী বলে মনুষ্যপুত্রকে কে?” অর্থাৎ, যীশু জানতে চান, মানুষ তাঁকে কে বলে মনে করছে—তাঁর পরিচয় সম্পর্কে অন্যরা কী বলছে। ১৪ নম্বর পদে শিষ্যরা উত্তর দেন—কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ বলে এলিয়, আবার কেউ বলেন যিরমিয় অথবা অন্য কোনো ভাববাদী। এই অংশটি যীশুর পরিচয় নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে শেখায়—তিনি কে এবং কেন তাঁর পরিচয় জানা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ।

খ্রীষ্টের ঐশ্বরিকতা:

মথি ১৬:১৩-তে, যীশু তাঁর শিষ্যদের একটি প্রশ্ন করেন;“লোকেরা কী বলে মনুষ্যপুত্রকে কে?” আমরা আগের পাঠে আলোচনা করেছি, এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। খ্রীষ্টীয় বিশ্বাসের কেন্দ্রে এই প্রশ্নই দাঁড়িয়ে আছে—আমরা কী বলি যীশু কে? এই প্রশ্নের উত্তরই আমাদের বিশ্বাস, চিরন্তন ভবিষ্যৎ ও জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। বাইবেল এই প্রশ্নের উত্তর দেয় এক অসাধারণ ও জীবন-পরিবর্তনকারী উপায়ে। শাস্ত্রে আমরা দেখি, যীশু সম্পূর্ণরূপে ঈশ্বর এবং একইসাথে সম্পূর্ণরূপে মানুষ। পরবর্তী তিনটি পাঠে, আমরা এই বাইবেল ভিত্তিক সাক্ষ্যগুলিকে গভীরভাবে বিশ্লেষণ করবো—যা আমাদের যীশুর প্রকৃত পরিচয় বুঝতে সাহায্য করবে।

My Notes

Login or Register to be able to save your progress, take notes, and more!