মডিউল ৪ - খ্রীষ্টতত্ব (Module 4 - Christology)

যীশুর অবস্থাসমূহ (The States of Christ):

মডিউল ৪ - খ্রীষ্টতত্ব (Module 4 - Christology)

মথি রচিত সুসমাচারে (মথি ১৬ অধ্যায়), যীশু তাঁর শিষ্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা তখন কৈসরিয়ার ফিলিপী নামক এক শহরে ছিলেন, যা ইস্রায়েলের বাইরের একটি এলাকা। সেখানেই যীশু মথি ১৬:১৩-তে একটি সাধারণ প্রশ্ন করেন: “লোকেরা কী বলে মনুষ্যপুত্রকে কে?” অর্থাৎ, যীশু জানতে চান, মানুষ তাঁকে কে বলে মনে করছে—তাঁর পরিচয় সম্পর্কে অন্যরা কী বলছে। ১৪ নম্বর পদে শিষ্যরা উত্তর দেন—কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ বলে এলিয়, আবার কেউ বলেন যিরমিয় অথবা অন্য কোনো ভাববাদী। এই অংশটি যীশুর পরিচয় নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে শেখায়—তিনি কে এবং কেন তাঁর পরিচয় জানা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ।

যীশুর অবস্থাসমূহ (The States of Christ):

গত কয়েকটি পাঠে আমরা শিখেছি যে প্রভু যীশু খ্রীষ্ট দুই পৃথক প্রকৃতিতে বিদ্যমান—একদিকে তিনি ঈশ্বর, অন্যদিকে তিনি মানুষ, কিন্তু একই ব্যক্তি হিসেবে চিরকাল বিরাজমান। এখন আমরা তাঁর দেহধারণের সঙ্গে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার সত্যের দিকে দৃষ্টিপাত করব। এই পাঠে আমরা আলোচনা করব যীশুর বিনয় চরিত্র ও মহিমা প্রাপ্ত হওয়ার দুই অবস্থাকে নিয়ে।

My Notes

Login or Register to be able to save your progress, take notes, and more!