মথি রচিত সুসমাচারে (মথি ১৬ অধ্যায়), যীশু তাঁর শিষ্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা তখন কৈসরিয়ার ফিলিপী নামক এক শহরে ছিলেন, যা ইস্রায়েলের বাইরের একটি এলাকা। সেখানেই যীশু মথি ১৬:১৩-তে একটি সাধারণ প্রশ্ন করেন: “লোকেরা কী বলে মনুষ্যপুত্রকে কে?” অর্থাৎ, যীশু জানতে চান, মানুষ তাঁকে কে বলে মনে করছে—তাঁর পরিচয় সম্পর্কে অন্যরা কী বলছে। ১৪ নম্বর পদে শিষ্যরা উত্তর দেন—কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ বলে এলিয়, আবার কেউ বলেন যিরমিয় অথবা অন্য কোনো ভাববাদী। এই অংশটি যীশুর পরিচয় নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে শেখায়—তিনি কে এবং কেন তাঁর পরিচয় জানা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ।
গত তিনটি পাঠে আমরা খ্রীষ্টের কাজ—বিশেষত প্রায়শ্চিত্ত বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা শিখেছি এর প্রয়োজনীয়তা, প্রকৃতি এবং পরিধি। এই শেষ ও চূড়ান্ত পাঠে আমরা শিখব যীশু খ্রীষ্টের শ্রেষ্ঠত্ব সম্পর্কে। খ্রীষ্টের শ্রেষ্ঠত্ব মানে হল, তিনি সকলের ঊর্ধ্বে, তিনি সকল কিছুর উপরে আধিপত্য ও মর্যাদা রাখেন। তিনি একমাত্র সেই ব্যক্তি যিনি আমাদের উপাসনার যোগ্য।
Instructor