মডিউল ৪ - খ্রীষ্টবিজ্ঞান (Module 4 - Christology

The Preeminence of Christ

মডিউল ৪ - খ্রীষ্টবিজ্ঞান (Module 4 - Christology

ম্যাথিউর সুসমাচার গ্রন্থের ১৬ অধ্যায়ে, যীশু তাঁর শিষ্যদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা ক্যসারিয়া ফিলিপ্পিতে, ইসরায়েলের বাইরে একটি শহরে আছেন, এবং যীশু ১৬ অধ্যায়ের ১৩ তম আয়াতে তাঁর শিষ্যদের কাছে একটি খুব সাধারণ প্রশ্ন করেন: “মানুষেরা বলে আমি মানবপুত্র কে?” যীশু চান তাঁর শিষ্যরা তাঁকে বলুক অন্যরা তাঁর পরিচয়, অর্থাৎ তিনি কে, সে বিষয়ে কি বলছে। শিষ্যরা যীশুকে জানান, ১৪ তম আয়াতে, যে কিছু লোক বলে তিনি যোহন বাপ্তিস্টা। কিছু লোক বলে তিনি ইলিয়াহ। আর কিছু লোক বলে তিনি যিরমিয়াহ। আরও কিছু লোক বলে তিনি শুধুমাত্র একজন নবী।

The Preeminence of Christ

In the last three lectures, we have focused on the work of Christ, specifically his atonement. We’ve learned about its Necessity, Nature, and Extent. In this last and final lecture of this module, we will explore the Preeminence of Christ. Christ has the preeminence, which means he is superior to all others.

My Notes

Login or Register to be able to save your progress, take notes, and more!

Course Downloads

Instructor

Robert D.  McCurley, ThM

Rev. Robert McCurley is the minister of the Gospel at Greenville Presbyterian Church in Taylors, SC, a congregation of the Free Church of Scotland (Continuing). https://www.greenvillepresbyterian.com